কথিত আহলে হাদীস নামক জাহেলে হাদীসদের প্রতি উলামায়ে আহনাফের দুই শতাধিক প্রশ্ন।

পারবেন কি আমার আহলে হাদীস/জাহেলে হাদীস ভাইয়েরা প্রশ্নগুলির জবাব দিতে???
যদি পারেন তবে আমিও অংগীকার করছি ; আমিও মাজহাব ত্যাগ করে আপনাদের মতাদর্শী হয়ে যাবো।
প্রশ্নগুলি দেখতে নিচের ফাইলটি ডাউনলোড করুন।
ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
About الفقه الحنفي الفقه الاكبر
বিদগ্ধ মুফতিয়ানে কেরামের দ্বারা পরিচালিত , সকল বাতিলের মুখোশ উন্মোচনে প্রতিজ্ঞাবদ্ধ , উলামায়ে আহনাফ এবং হানাফি মাজহাবের অনুসারীদের সরবাধুনিক মুখপাত্র ফিকহে হানাফী দ্যা গ্রেট ডটকম।
আমাদের কারয্যক্রমঃ-
ক) ফিকহে হানাফী দ্যা গ্রেট ডটকম ।
খ) ফিকহে হানাফী দ্যা গ্রেট অনলাইন রিচার্স সেন্টার ।
গ) বাতিলের মোকাবেলায় সারা দুনিয়া ব্যাপি ইসলামিক সেমিনার
ঘ) এবং মুনাজারায় অংশগ্রহণ ।
ঙ) হোয়াটএ্যাপ্স, টেলিগ্রাম, ভাইবার & সোমা চ্যাট ম্যাসেঞ্জারে ফিকহে হানাফীঃপ্রশ্ন-উত্তর গ্রুপ।
আমাদের ভবিষ্যত পরিকল্পনাঃ-
ক) ফিকহে হানাফী দ্যা গ্রেট অফলাইন রিচার্স সেন্টার ।
খ) ফিকহে হানাফী দ্যা গ্রেট ইউনিভার্সিটি ।
গ) হানাফী টিভি সহ আরও বহুমুখি প্রকল্প।
আমাদের আবেদনঃ-
এই বহুমুখি এবং বিশাল প্রকল্প-এর ব্যয়ভার কারও একার পক্ষে বহন করা খুবই দুঃসাধ্য ব্যপার। সুতারাং আপনি নিজে ও আপনার হিতাকাংখি দ্বীনের খেদমতে আগ্রহী বন্ধুদের নিয়ে মাসিক/বাতসরিক ও এককালীন সদস্য হিসেবে সহযোগিতার হাত প্রশস্ত করে এগিয়ে আসবেন ; এটাই আমাদের প্রত্যাশা।
সাহায্য পাঠাবার ঠিকানাঃ-
১) সোনালী ব্যাংক লিমিটেড, বয়রা শাখা, খুলনা
Account Name: Md. Hedaytullah
Account No: 2704501011569
২) বিকাশঃ- +৮৮০১৯২৩৮৭১২৯৩
৩) এমক্যাশঃ- +৮৮০১৯২৩৮৭১২৯৩৬
৪) ডি,বি,বি,এল/রকেটঃ- +৮৮০১৯২৩৮৭১২৯৩৮
Express Money Transfer:- Name Hedaytullah ID NO 6512895339162
সার্বিক যোগাযোগঃ-
মুফতি মুফাসসির হিদায়াতুল্লাহ শেখ
মোবাঃ- +৮৮০১৯২৩৮৭১২৯৩
fiqhehanafithegreat@gmail.com
মুফতি সাহেব ওরা পারবে না।
ওদের একমাত্র হাতিয়ার হলো মিথ্যাচার।
ঠিক বলেছেন।
I really enjoy the blog.Much thanks again. Great.